মিথ্যাচার পরিহার করে সরকারকে সহযোগিতা করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৫ মে ২০২০
ফাইল ছবি

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মিথ্যাচার পরিহার করে সরকারকে সহযোগিতা করুন। কোনো সৎ পরামর্শ থাকলে দেন। এখন মিথ্যাচারের সময় নয়।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ পদক্ষেপের কারণে দেশবাসী ক্রমান্বয়ে সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। জীবনের ঝুঁকি নিয়ে দলীয় সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠন এই ভয়াবহ করোনাভাইরাস সংকটের সময় বিভিন্ন জনপদ ও এলাকায়, মাঠে-ময়দানে এলাকাবাসীকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

মোহাম্মদ নাসিম বলেন, করোনা মোকাবিলায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। যেখানে প্রতিদিন জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে বিএনপি নেতারা প্রতিদিনই সরকারের ব্যর্থতার এক ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন; যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক মাসে গার্মেন্টস ব্যবসায়ী, ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন স্তরের দরিদ্র মানুষের জন্য বিশাল এক আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নের পথে। তিনি একজন সাহসী নেত্রী হিসেবে প্রায় প্রতিদিন ভিডিও কনফারেন্স বা বিভিন্নভাবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। জনগণকে সাহস দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যেখানে সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রেখেছেন করোনাভাইরাস প্রতিরোধের জন্য, সেখানে বিএনপি মহাসচিবসহ তাদের কয়েকজন দায়িত্বহীন নেতার লাগামহীন অসত্য ভাষণ দেশবাসীকে বিস্মিত করছে। এটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্নভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকা প্রশংসিত হচ্ছে, সেখানে বিএনপির ব্যর্থতার এই অভিযোগ ভিত্তিহীন ও অবান্তর।

এইউএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।