সুন্দরবন রক্ষা অভিযাত্রা সমাপ্ত


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

সুন্দরবন রক্ষার আহ্বানের মধ্য দিয়ে সিপিবি-বাসদের ডাকে পাঁচ দিনব্যাপী ‘সুন্দরবন রক্ষা অভিযাত্রা’ কর্মসূচি শনিবার শেষ হয়েছে। জাতীয় কমিটির কয়েকটি শরিক সংগঠন নিয়ে গঠিত গণতান্ত্রিক বামমোর্চা ‘সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে’ ১৬ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চের যাত্রা শুরু করে।

শনিবার দুপুরে নেতাকর্মীদের উপস্থিতিতে বাগেরহাটের  পুরাতন কোর্ট চত্বরে  কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, ডা. মনোজ দাশ, এস এ রশীদ।

এএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।