সুন্দরবন রক্ষার কর্মসূচিতে বাধার ঘটনায় নিন্দা


প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

সুন্দরবন রক্ষার কর্মসূচিতে হামলা এবং অংশগ্রহণকারীদের অবরোধ করে রাখার তীব্র নিন্দা জানিয়েছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় কমিটির কয়েকটি শরিক সংগঠন নিয়ে গঠিত গণতান্ত্রিক বামমোর্চা ‘সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে’ রোডমার্চ মানিকগঞ্জে পৌঁছালে পুলিশের হামলায় গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সাইফুল হকসহ ১৫ নেতা-কর্মী আহত হন।

তিনি আরও বলেন, রোডমার্চ মাগুরায় পৌঁছালে আবারও তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। পুলিশি নির্যাতন চালিয়ে  দেশের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করা যায় না বলেও তিনি হুশিয়ারী দেন।

আনু মুহাম্মদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং পারিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে যখন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানানো হচ্ছে তখন সুন্দরবন রক্ষার রোডমার্চে পুলিশের লাঠিচার্জ প্রমাণ করছে যে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ধ্বংসে সরকার কতটা দায়বদ্ধ এবং জনমতের ভয়ে ভীতসন্ত্রস্ত।

এএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।