রোডমার্চে লাঠিচার্জের প্রতিবাদে বাম মোর্চার বিক্ষোভ


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৭ অক্টোবর ২০১৫

সুন্দরবন রক্ষার রোডমার্চে পুলিশী অ্যাকশনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। শবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মানিকগঞ্জের পর  মাগুরায়ও বাম মোর্চার রামপাল অভিমুখী রোডমার্চে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে রোডমার্চে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ অন্তত ১০  নেতাকর্মী আহত হয়েছেন।

বক্তারা বলেন, মাগুরা এবং মানিকগঞ্জে শুধু পুলিশ নয় ছাত্র ও যুবলীগের ক্যাডারা ডিবির পোশাক পরে  শান্তিপূর্ণ রোডমার্চের হামলা চালিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জুলহাস বিন বাবু, মনির উদ্দিন,তাসলিমা আক্তার, আবু বকর রিপন প্রমুখ।

এএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।