বাংলাদেশকে ওষুধ-গ্লাভস দেয়ায় ভারতকে জাসদের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংকটে বাংলাদেশকে ১০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও ৫০ হাজার হ্যান্ড গ্লাভস দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ‌।

রোববার (২৬ এপ্রিল) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে করোনা সংকটে বাংলাদেশকে সহযোগিতা করায় ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলো, তথা সার্কভুক্ত সদস্য দেশগুলোর সাথে একযোগে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেটা বজায় রেখে করোনা চিকিৎসা ও করোনাজনিত আর্থসামাজিক সংকট মোকাবিলায় অভিজ্ঞতাসহ চিকিৎসায় বৈজ্ঞানিক গবেষণা আদান-প্রদান অব্যাহত রাখার জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এইউএ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।