সাভারে দুই মণ গাঁজাসহ নারী আটক


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

সাভার উপজেলায় দুই মণ গাঁজা এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নন্দের খামার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর নাম জামিনা খাতুন (৪৫)। তিনি সাভার পৌরসভার ইমান্দিপুর মহল্লার মোজাম্মেল হকের স্ত্রী।

সাভার মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল নন্দের খামার গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এসময় দুইটি বস্তায় ৪০ কেজি করে মোট ৮০ কেজি গাঁজাসহ জামিনাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামিনার কয়েক জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যপারে সাভার মডেল থানার এসআই কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাকুর্তা এলাকার এই পরিত্যক্ত বাড়িটিকে গাঁজার গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। এখান থেকে সাভার পৌর এলাকাসহ অন্যান্য এলাকায় তা খুচরাভাবে বিক্রি করা হতো।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, আটককৃত জামিনাকে শুক্রবার সকালে রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হবে। তার স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে আরো অভিযান চালানো হবে।

আল-মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।