লিটন কারাগারে : প্রতিবাদে রোববার রেল-সড়ক অবরোধ


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সমর্থিতরা) রোববার রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দিয়েছে। লিটনের মুক্তি এবং আদালত বাইরে দলের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, রোববার বামনডাঙ্গা রেল স্টেশন এবং সুন্দরগঞ্জ উপজেলা সদর সংলগ্ন রামজীবন ইউনিয়নের বালারঁিছড়া চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
 
উলে¬খ্য, বৃহস্পতিবার লিটনের জামিনের পক্ষে জনমত প্রদর্শনের জন্য স্থানীয় নেতাকর্মীরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় গুলি ও টিআর সেল নিক্ষেপ করে পুলিশ।

অমিত দাশ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।