কেরানীগঞ্জে ৩ হাসপাতালে অভিযান : আটক ৫


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি হাসপাতালের ৫ জনকে আটককে করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ল্যাব ফোর জেনারেল হসপিটাল, নিউ ক্রিসেন্ট ডায়গনিস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার এবং রাফিয়া হাসপাতালে এ অভিযান চালায় র‌্যাব-২।
 
পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের জরিমানা ও কারাদণ্ড ঘোষণা করেন। হাসপাতাল তিনটির মধ্যে নিউ ক্রিসেন্ট ডায়গনিস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারটি সীলগালা করে দেয় আদালত।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী মো. মোহসিন (৩৫), মো.মারুফ (৩৬), ওয়াহিদুজ্জামান (৪০), জরিনা আক্তার (২৭), জাকির হোসেন (২৯) কে আটক করে।
 
আটককৃতদের মধ্যে মোহসিন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, জাকির হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং মারুফ হোসেনসহ সবাইকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
 
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর এএসপি (মিডিয়া) জান্নাতুল ফেরদৌসী। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-২-এর উপ-পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ল্যাব ফোর জেনারেল হসপিটাল, নিউ ক্রিসেন্ট ডায়াগিস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার, এবং রাফিয়া ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
 
এসময় আদালত হাসপাতাল তিনটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ভুয়া প্যাথলজিস্ট, ভুয়া সনোলজিস্ট, নোংরা ব্লাড ল্যাব প্যাথলজি, দেখতে পায়।
 
এছাড়া অত্যন্ত নিম্নমানের এবং মেয়াদ উত্তীর্ণ, সেবা মূল্য তালিকা পরিদর্শন নেই, রে এজেন্ট মেয়াদ উত্তীর্ণ, ল্যাব এর ট্রেম্পারেচার সঠিক না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পায়। এসব কারণে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড ঘোষণা করেন আদালত। এসময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. মো. দেওয়ান মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।