সাকা-মুজাহিদের রিভিউ দ্রুত শুনানির আবেদন রাষ্ট্রপক্ষের


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৫ অক্টোবর ২০১৫

হত্যা, গণহত্যা দেশান্তর, ধর্মান্তর, নির্যাতন-সহ মানবতাবিরোধী অপরাদের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন দ্রুত শুনানি করার জন্য আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানান, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, রিভিউ শুনানির তারিখ ঠিক করার জন্য আমরা দু’টি আবেদন করেছি।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময়ে এই আবেদনের ওপর শুনানি হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল বিভাগ চাইলে শুনানি করতে পারেন। তবে সেটা আদালতের ইচ্ছা।

এর আগে বুধবার মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ।

এফএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।