যুক্তরাষ্ট্রে পুলিশ হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হান্টসভিল কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে লিকো এস্কামিলা নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০০১ সালে একটি নাইট ক্লাবের বাইরে এক পুলিশ কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করেন লিকো। এ অপরাধ করার সময় এস্কামিলার বয়স ছিল ১৯ বছর। নাইট ক্লাবের গাড়ি পার্কিং করার স্থানে একজনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পরে পুলিশ কর্মকর্তা কেভিন জেমস ও অন্যান্য কর্মকর্তারা বিবাদ থামাতে গেলে কেভিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।
চলতি বছর যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হলো।
এসআইএস/এমএস