লকডাউনের সময় বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০

সাধারণ ছুটি ও লকডাউনের সময় রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিত ও জরিমানা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার (১৮ এপ্রিল) দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সরকারের সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। এর সঙ্গে ‘সারাদেশ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। অফিস, আদালত, দোকানপাট, রিকশা, ভ্যানসহ সবকিছু বন্ধ। মানুষ কর্ম ও রোজগারহীন হয়ে ঘরে বন্দি রয়েছে।

বিবৃতিতে তারা বলেন, এ অবস্থায়ও সব বিদ্যুৎ কোম্পানি এবং ওয়াসা মোবাইলে এসএমএস পাঠিয়ে বিল পরিশোধে তাগাদা দিচ্ছে এবং সময়মতো বিল পরিশোধ না করলে জরিমানাসহ পরিশোধ করতে হবে বলে নোটিশ দিচ্ছে।

করোনা সংক্রমণের এই দুর্যোগে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল মওকুফ না করলেও অন্তত আগামী জুন পর্যন্ত সব বিল আদায় স্থগিত ও জরিমানা না করতে সরকারের প্রতি আহ্বান জানান খালেকুজ্জামান।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।