তিতুমীর কলেজ ছাত্রলীগের সেই দুই নেতা বহিষ্কার


প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

রাজধানীর বনানী থানাধীন এলাকায় পূজা মণ্ডপে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার রাতে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

বহিষ্কৃতরা হলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের ছাত্র রেজাউল করিম সানি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তিতুমীর কলেজ এলাকা থেকে বনানী থানা পুলিশ তাদের আটক করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাদের আটক করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন জাগো নিউজকে বলেন, পুলিশ আমাদের জানিয়েছে বনানী থানাধীন এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে চাঁদা দাবি করেছিল তারা। ছাত্রলীগের মতো সংগঠনে এসব কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্তযোগ্য নয়।

সুনির্দিষ্টভাবে খোঁজ-খরব নিয়ে রাতেই তাৎক্ষণিক এক সিদ্ধান্তে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।