টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ০৮:০০ এএম, ১৩ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

ঋণ খেলাপির দায়ে জাতীয় সংসদীয় আসন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) ও তার স্ত্রী নাসরীন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করায় টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক অবৈধভাবে বাতিল হওয়ায় বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।