সন্ত্রাসী বিরোধী তথ্যকেন্দ্রে যোগ দেয়ার আহ্বান


প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৩ অক্টোবর ২০১৫

আগ্রহী সবপক্ষকে সন্ত্রাসী বিরোধী তথ্যকেন্দ্রে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কোতে এ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
 
তিনি বলেন,  ইরাক, সিরিয়া এবং ইরানকে নিয়ে রাশিয়া তথ্যকেন্দ্রটি খুলেছ। আগ্রহী সব দেশকে এতে যোগ দিতে আহ্বান জানান তিনি।  

রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যৌথ কেন্দ্রটি পরিচালনার জন্য চার দেশের মধ্য থেকে পর্যায়ক্রমে নেতৃত্ব নির্ধারণ করা হবে।
 
এছাড়া, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের জন্য একটি সমন্বয় কেন্দ্র স্থাপনের প্রস্তাবও মস্কো পর্যালোচনা করছে বলে জানান সের্গেই ল্যাভরভ।

গত মাসের শেষ দিকে ইরাকের রাজধানী বাগদাদে এ কেন্দ্র স্থাপন করা হয়। মধ্যপ্রাচ্যে তৎপর সব সন্ত্রাসীগোষ্ঠী বিশেষ করে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের জন্য কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।