বঙ্গোপসাগরে দুই মাঝিকে অপহরণ


প্রকাশিত: ০১:১৪ এএম, ১৩ অক্টোবর ২০১৫

বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে হামলা চালিয়ে দুইজন মাঝিকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে দস্যুরা। সোমবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে জানান, বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় সন্ধ্যায় জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দস্যুদল জেলেবহরে হামলা চালায়।

পরে ট্রলারে থাকা ইলিশসহ এফবি কহিনুর ট্রলারের মাঝি ফারুক ও এফবি শাকিল নামের ট্রলারের মাঝি মিলনকে তুলে নিয়ে যায়। ফারুক ও মিলনের বাড়ি তালতলী উপজেলার নিদ্রা-শখিনা গ্রামে। তবে কোন দস্যু বাহিনী তাদের অপহরণ করেছে, তিনি তা জানাতে পারেননি।

এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের পেডি অফিসার মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে শিগগিরই সুন্দরবনে অভিযান পরিচালনা করা হবে।

সাইফুল ইসলাম মিরাজ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।