দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাপা


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১২ অক্টোবর ২০১৫

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সোমবার সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা অংশ নিতে পারবেন সরকারের এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, অফিসিয়ালি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক ব্যবহার না করলেও আন-অফিসিয়ালি সব নির্বাচনই দলীয়ভাবেই অনুষ্ঠিত হয়। তাই রাগ-ঢাক না রেখে সরকারিভাবে স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রতীক ব্যবহার করার সিদ্ধান্ত সরকারের সমোয়পযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি।

এর আগে সোমবার দুপুরে স্থানীয় সরকার পরিচালনার সংশোধিত পাঁচটি আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন-২০১৫’, উপজেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৫’, ‘জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৫’, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন-২০১৫’ ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন-২০১৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এএম/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।