কাল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করবেন এমপি বাবলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৮ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে গণপরিবহনও। সামাজিক দূরুত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।

এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রাজধানীর শ্যামপুর-কদমতলীর এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরণ করবেন জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও ঢাকা -৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা ।

রোববার বেলা ১১টায় কদমতলীর ৫৮ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এরপর জাতীয় পার্টির নেতাকর্মীরা চারটি টিমে বিভক্ত হয়ে ৫৮, ৫৯, ৫৩ ও ৫২ নং ওয়ার্ডে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে।

বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সাংবাদিক সুজন দে এ তথ্য জানিয়েছেন। এই ব্যাপারে সুজন দে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকাবাসীর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কাল থেকেই এমপি বাবলা তার ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।

রোববার কদমতলী থানার ৪টি ওয়ার্ডে আর সোমবার শ্যামপুর থানার তিনটি ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলবে। আজ শনিবার সারাদিন জাতীয় সেচ্ছাসেবক পার্টি শ্যামপুর থানার ৫০ সদস্যের একটি টিম এই খাদ্য সমগ্রী প্যাকেট করার কাজে নিয়োজিত রয়েছেন।

এমইউএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।