মিরপুরে পেট্রোল বোমাসহ ৬ শিবিরকর্মী আটক


প্রকাশিত: ১০:২৮ এএম, ৩০ অক্টোবর ২০১৪

জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথমদিনে রাজধানীর মিরপুর থানার মনিপুরিপাড়া এলাকা থেকে পেট্রোল বোমাসহ ৬ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই জব্দ করেছে পুলিশ।

আটক শিবিরকর্মীরা হলেন- আজগর হামিদ (২২), ইকবাল হোসেন (২১), মেহেদী হাসান (২৩), আবু নাঈম (২৫), আকাশ মাহমুদ (২৪) এবং ফরহাদ হোসেন (২৩)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, মিরপুরের মনিপুরিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।