খালেদার মুক্তিকে স্বাগত জানাল ইইউ

দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকা অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমরা আশা করব, খালেদা জিয়া এখন যথাযথ মেডিকেল চিকিৎসা সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র , স্বাধীন বিচার বিভাগ, মানবাধিকার রক্ষা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পুনব্যর্ক্ত করছে। পাশাপাশি এ বিবৃতিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ এক নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার।

জেপি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।