ঢাকা-১০ আসনে মহিউদ্দিন ১৮ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৮ মার্চ ২০২০

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন ১৮ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। "দশে মিলে গড়বো ঢাকার গর্ব" এই স্লোগানে কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার ধানমন্ডিতে শফিউল ইসলাম মহিউদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচনী সমন্বয়ক আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ছাড়া অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল, মেজবাউর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন বলেন, ১৮ দফা কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, নির্বাচনী এলাকায় যানজট নিরসনে মেট্রো রেল সংযোগ ধানমন্ডি ২৭ নম্বর থেকে সাইন্স ল্যাবরেটরি হয়ে নিউমার্কেট পর্যন্ত নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি রাস্তা প্রশস্ত করার চেষ্টা করবো। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গ্রহণ করা জিরো টলারেন্স নীতি অটুট রাখবো। আমাকে নির্বাচিত করলে এ সম্পর্কিত বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি আমাদের যুব সমাজ। এই যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এই দাবি পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টির চেষ্টা করবো। অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করবো।

তিনি আরও বলেন, এলাকার প্রতিটি স্থানে নিরাপদ স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয় সেজন্য সরকারি হাসপাতালগুলোর আধুনিকায়নের পাশাপাশি আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ১০০ শয্যায় উন্নীত করতে উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনী এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সুবিধাসম্পন্ন মডেল আবাসিক এলাকায় তৈরি করতে সচেষ্ট থাকব। সড়ক দুর্ঘটনা রোধে রাস্তা পারাপার অত্যাধুনিক ফুটওভারব্রিজ বাস্তবায়নে সচেষ্ট থাকব। সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় সাধনের মধ্য দিয়ে বিভিন্ন সড়কের পাশে গাড়ি পার্কিং এবং আধুনিক পার্কিং স্পেস তৈরির চেষ্টা করব।

এছাড়া তিনি আরও প্রতিশ্রুতি দেন, ঐতিহ্যবাহী নিউমার্কেটের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আধুনিকায়ন করতে চেষ্টা করব। ঢাকায় অবস্থিত ক্লাবগুলোর আধুনিকায়ন করতে চেষ্টা করব। জনসাধারণের বিনোদনের জন্য আধুনিকায়নের মাধ্যমে পার্কের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করতে সচেষ্ট থাকব। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আরও আধুনিকায়ন করা হবে যাতে বিনোদনের এই স্থানগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত হতে পারে। নীলক্ষেত মার্কেট ক্রেতা ও বিক্রেতাবান্ধব করতে সময়োপযোগী সিদ্ধান্তের মধ্য দিয়ে আধুনিকায়ন করা জরুরি । সে পদক্ষেপ নিতে চাই। কাঁঠালবাগান, হাজারীবাগসহ যেসকল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় তা নিরসনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করব। জিগাতলা থেকে হাজারীবাগ হেয়ে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা প্রশস্থকরণের চেষ্টা করব।

সর্বোপরি এই আসনের সাবেক সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

এফএইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।