ওসমানী মেডিকেল থেকে আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫১ এএম, ১১ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানী (২৬) হাসপাতালের বাথরুমের ভেনটিলেটর ভেঙে পালিয়ে গেছে। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে পালানো রাব্বানীর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে সম্প্রতি জেলহাজতে পাঠায়। রাব্বানী ওই মামলার চার্জশিটভুক্ত আসামি।

হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিল। শনিবার রাতে তিনি বাথরুমে যায়। এ সময় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাথরুমের ভেনটিলেটর ভেঙে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেষ্ঠ্য জেল সুপার মো. ছগীর মিয়া জাগো নিউজকে জানান, অসুস্থ অবস্থায় সামাদ রাব্বানীকে গত মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি করা হয়। শনিবার রাতে হাসপাতালের চতুর্থ তলার বাথরুমের ভেনটিলেটর ভেঙে তিনি পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বরত ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    
ছামির মাহমুদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।