প্রাথমিক থেকেই মানসিক স্বাস্থ্য বিষয়ক কোর্স চালু করতে হবে


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১০ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, নতুন প্রজন্মকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে গড়ে তুলতে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই মানসিক স্বাস্থ্য বিষয়ক কোর্স চালু করতে হবে। সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ে নিজেদের চিন্তা-ভাবনার পরিবর্তন ঘটানো সম্ভব।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘মর্যাদাপূর্ণ মানসিক স্বাস্থ্য বিকাশে প্রাথমিক মনো-সামাজিক সেবা’ শীর্ষক ২ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন (আইডব্লিউএফ)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপাচার্য সুস্থ জাতি গঠনে অবিলম্বে ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন এবং এর দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানসিক অসুস্থতাকে পারিবারিক কলহ, হত্যা, আত্মহত্যা, বিষণ্বতাসহ সকল সামাজিক অপকর্মের কারণ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহীন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সমন্বয়নকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তফা জামান এবং আইডব্লিওএফ-এর নির্বাহী পরিচালক মনিরা রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মেহজাবীন হক অনুষ্ঠান সঞ্চালন করেন।

উল্লেখ্য, দিবসটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে পৃথক এক সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।