দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ : পীর চরমোনাই


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ অক্টোবর ২০১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আইন-শৃঙ্খলার অবনতির কারণে দেশে খুন-খারাপি আগের যে কোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের সার্বিক অবস্থা অত্যন্ত খারাপ।

তিনি বলেন, র‌্যাব হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তার মৃত্যু, গাইবান্ধায় মাতাল সংসদ সদস্যের গুলিতে ৯ বছরের শিশু আহত এবং বিদেশী দুই নাগরিক হত্যায় দেশবাসির মধ্যে উদ্বিগ্নের সৃষ্টি করেছে। দেশে আইনের শাসন নেই বলেই এধরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, মেডিকেল ভর্তিচ্ছু ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে পড়ালেখায় ফিরিয়ে নেয়া সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে ছাত্রদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। অবিলম্বে মেডিকেল ভর্তিচ্ছু ছাত্রদের দাবি অনুষ্ঠিত মেডিকেল পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানান তিনি।

শনিবার বিকাল ৪টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম।

এএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।