চেগুয়েভারা এ দেশের তরুণদের বুকে রয়েছে


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ব্যাগ ও গেঞ্জিতে ছাপসহ বিভিন্ন স্থানে চেগুয়েভারার ছবি দেখা যায় এতে করে এদেশের তরুণরা চে’কে বাঁচিয়ে রেখেছে। চেগুয়েভারা এদেশের তরুণদের বুকে রয়েছেন।

শনিবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত বিপ্লবী চেগুয়েভারার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এদেশের এক শ্রেণির বিপ্লবী সমাজতন্ত্রের জন্য জীবন যৌবন বিলিয়ে দিয়েছিলেন পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ ভোগবাদী জীবনের দিকে ঝুকে পরে। এখন তাদের মোহভঙ্গ হতে শুরু করেছে।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মন্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্লী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর।

কবিতা আবৃত্তি করেন রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী, ক্রান্তি ও বহ্নিশিখা প্রমুখ।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।