মালয়েশিয়া বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ
মালয়েশিয়া বিএনপির নবগঠিত কমিটির নেতারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন কমিটির সহ-সভাপতি মোহাম্মাদ শহীদ উল্লাহ। একই সঙ্গে এ কমিটিকে পুনঃর্বিবেচনা করারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার কুয়ালালামপুরে স্থানীয় সময় রাত ১০টায় নবগঠিত কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
শহীদ বলেন, নবগঠিত এ কমিটি জাতীয়তাবাদী দলের কমিটি হতে পারে না। কারণ এ কমিটিতে স্থান পায়নি বিভিন্ন জেলা কমিটির কোন সদস্য। একে মূল কমিটি না বলে পকেট কমিটি বলা যেতে পারে।
তিনি আরও বলেন, এসব নেতাদের প্রধান ব্যবসায়িক পার্টনার আওয়ামী লীগ নেতারা। দলের মধ্যে গ্রæপিং, মারামারি, দালাল দিয়ে শ্রমিক আটকসহ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিও করেছেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ২০১৪ সালের ২০ আগস্ট মালয়েশিয়া শাখা বিএনপির ১৬১ সদস্যের প্রস্তাবিত কমিটি স্বহস্তে গ্রহণ এবং অনুমোদনের পর সেই কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি কিভাবে অনুমোদন দিয়েছেন আমাদের বুঝে আসে না।
নবনির্বাচিত কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বলেন, এতোদিন মালয়েশিয়ায় যারা বিএনপির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে তাদের মূল্যায়ন না করে অপরিচিত লোকদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ড. আরিফ, সোহেল রানা মিল্কি, কামাল উদ্দিন রানা, খোরশেদ আলম, মো. মাসুদ রানা, জহির আহমেদ, শাহিন আহমেদ হাওলাদার, বাদল আহমেদ, ইমন হাসান, শওকত সর্দার, নাইম জাহাঙ্গীর, মহসিন পাটোয়ারী, মনসুর আলী প্রমুখ।
জেডএইচ/এমএস