দেশের জনগণ পরিবর্তন চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৩ মার্চ ২০২০

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত এমপিপ্রার্থী হাজী মো. শাহজাহান বলেছেন, দেশের জনগণ পরিবর্তন চায়।

মঙ্গলবার দিনব্যাপী লাঙলে ভোট চেয়ে হাজারীবাগ বাজার, গজমহল, কোলালাল মহল রোড, নওয়াব সেকশন, চৌদ্দটুলী ও বিডিআর গেটে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

ভোটারদের উদ্দেশ্যে শাহজাহান বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় আর এই উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে পরিবর্তনের হাওয়া শুভ হবে। মানুষ ভোট বিমুখ হয়ে গেছে। ভোটের সুষ্ঠু পরিবেশ ও কেন্দ্রে ভোটার উপস্থিতি সরকারকেই নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাপার শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, মহানগর নেতা ইস্কান্দার মোল্লা, এমএ সাঈদ, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, শাহ আলম দেওয়ান, শওকত হোসেন, দুর্জয় ফরাজী প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইউএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।