হরতাল সমর্থনে রাজধানীতে শিবিরের মিছিল
জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের প্রতিবাদে রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মিছিল শেষে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রাখে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় মানুষ চতুর্দিকে ছোটাছুটি করতে শুরু করে। বুধবার সন্ধ্যায় তারা রাস্তা অবরোধ করে রাখে জামায়াত শিবির কর্মীরা।
বিক্ষোভে নেতৃত্বদেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, সাবেক শিবির নেতা আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আক্তার হোসাইন, তবিবুর রহমান ও শিবির নেতা সাইয়েদ জুবায়ের প্রমুখ।
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিবাদে ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত।