চলমান আন্দোলনকে বেগবান করতে কাজ করেছে বিএনপি


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫ টায় কুয়ালালামপুরে অনুষ্টিত সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। নব গঠিত কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নব-গঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

নেতারা বলেন, দলীয় কার্যক্রমকে আরো সুসংহত করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। তারই অংশ হিসেবে মালয়েশিয়ার এ কমিটি দেওয়া হয়েছে।  

নেতারা আরো বলেন, বাংলাদেশকে সাফল্যের শিখরে নিয়ে যেতে কাজ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধেও আন্দোলন করেছেন। তাই সময় এসেছে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার।

বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে ৩ মাস অবরুদ্ধ ও অভুক্ত করে রেখেছিল হত্যার উদ্দেশে। কিন্তু তাদের সেই উদ্দেশ ব্যর্থ হয়েছে।

এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কারাগারে আটক নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করে মুনাজাত করা হয়।

সেই সঙ্গে বিএনপি মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানানো হয়।

মোহাম্মদ মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক ও মির্জা সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে মাহব্বু আলম শাহকে সিনিয়র সহ-সভাপতি ও তালহা মাহমুদ, মো.শাখাওয়াত হোসেন, হাজি জাকির হোসেন, গোলাম মোস্তফা, ইউনুস আলি, ড. মাহতাব লিটন, শহীদল্লাহ শহীদ, আব্দুল জলিল লিটন, আব্দুর রউফ লিটন, এস এম রহমান তনু, মো. আলমগীর হোসেন ।

মো. সেলিম ভূইয়াকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ড. এম কে রহমান আরিফ, ওয়ালিউল­াহ জাহিদ, এস এম জাহাঙ্গীর, ফজলুল করিম সোরহাব, সিরাজুল ইসলাম মাহমুদ, এস এম রহমান নিপু, আবদুল­াহ আল মামুন (লিটন) ও কাজি সালাহ উদ্দিনকে।

কমিটির প্রচার সম্পাদক এস এম বাসির আলম ও সহ-প্রচার সম্পাদক টিটোন শাহ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), সহ-দফতর সম্পাদক মো. আলামিন মোল­া ও আলি আকবর।

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনাম আহমেদ, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক আব্দুল খালেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন (মাহি), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান আশরাফ, আইন বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. আবু সুফিয়ান, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা, সহ-শিক্ষ বিষয়ক সম্পাদক মো. আব্দুল বশির।

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ওডিট, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো-ফয়জুল হক, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলম খান, সহ যুব বিষয়ক সম্পাদক আহম্মদ হোসেন সাগর, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মঞ্জু খাঁ, অর্থ বিষয়ক সম্পাদক এ কে এম ফজলুল হক (স্বপন), সহ-অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম।

ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো.ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কায়সার হামিদ হান্নান ও শাদাত হোসেন, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এম. ফরহাদ হোসেন পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল­াহ।

মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা মাহবুব, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নয়ামি রহমান খান, ছাত্র বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম বাদল, শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রাজু ইমন আলি হানিফ, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রতন তালুকদার, সহ-স্বেচ্ছসেবক বিষয়ক সম্পাদক কাজী সোহেল মাহমুদ।

ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল বশির, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক, সহ- প্রকাশনা বিষয়ক সম্পাদক শামিম হামিডি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মানিক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক কালাম মেম্বার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. আমজাদ হোসেন, আবু জাফর, খলিল মাতবর, মো. শাওন, হুমায়ন কবির, মহিউদ্দিন ননি, মো. মাজু দেলোয়ার, মো. জাকির হোসেন, নাসির ঢালী, সেলিম মোল­া, মো. জসিম উদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. আরমান, কাজী আহমদুল­াহ, মো. মতিন, ইমরান কবির, সাইমন পারভেজ, রুশরুখ রায়ান মাহিত, রাকিব হাসান।

সুলতান, আনাম নুর, ইব্রাহিম, শামসুল ইসলাম, আ. আলিম, আঃ খালেক, কামাল, হারুন, ইঞ্জারুল, জাহাঙ্গীর, গুলজার, মো: আলী, ইউসুফ, সাইদুল, মতিন মোল­া, সারোয়ার জাহান, মো. গিয়াস উদ্দিন জুয়েল, এ কে এম শিশির, মো. শাজাহান হাওলাদার, শরীফ হোসেন।

মো. বিপ্লব, মো. আলী খান জুয়েল, আবু কাউছার, আসাদুজ্জামান টিপু, মো. মারুফ সিকদার, মো. কামাল হোসেন, এম কে আর জিয়া, তানজিরুল শুভ, রাতুল আহমেদ, মো. ফারুক হোসেন, আব্দুর রহমান, মো.মিজানুর রহমান ও মো. আব্দুর রহমান(সিরাজগঞ্জ)।

এছাড়াও মালয়েশিয়া বিএনপির অধীনে সকল জোনাল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে মালয়েশিয়া বিএনপির সদস্য হিসেবে বিবেচিত হবেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।