মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবি ইসলামী আন্দোলনের


প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃদ্বয়।

তারা বলেন, মেডিকেল ভর্তিচ্ছু ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে পড়ালেখায় ফিরিয়ে নেয়া সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে ছাত্রদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

নেতৃদ্বয় অবিলম্বে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি “অনুষ্ঠিত মেডিকেল পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ” ঘোষণার দাবি জানান। সেই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।