ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বি. চৌধুরীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দুই রাষ্ট্র’ প্রতিষ্ঠার মাধ্যমেই ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান হতে পারে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বি. চৌধুরী এ কথা বলেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত রামাদান বি. চৌধুরীর সঙ্গে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয় নিয়ে কথা বলেন।

বি. চৌধুরী ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণ এবং তার দলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে যখন সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। এক্ষেত্রে ‘দুই রাষ্ট্র’ প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ্ সমাধান হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এবং দলের প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম উপস্থিত ছিলেন।

এইউএ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।