বিকল্পধারার যুগ্ম মহাসচিব এনায়েত কবীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০

বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত কবীরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নিযুক্ত করা হয়েছে। বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলের গঠনতন্ত্রের ৪ এর ১ ধারায় তাকে এ পদে নিযুক্ত করেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এনায়েত কবীরের কাছে যুগ্ম মহাসচিব নিযুক্তির চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এনায়েত কবীর বরিশাল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট আবদুর রবের ছেলে। তিনি ছাত্রজীবনে বাম রাজনীতি এবং পরে বিএনপির রাজনীতিতে সঙ্গে যুক্ত ছিলেন।

এইউএ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।