খালেদার অন্যায় নেই, দ্রুত আন্দোলন প্রয়োজন : মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো অন্যায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, আমরা বুঝতে পেরেছি বেগম খালেদা জিয়ার কোনো অন্যায় নেই, আমাদের দ্রুত আন্দোলন প্রয়োজন।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার কারাবাসের দ্বিতীয় বর্ষপূর্তিতে তার মুক্তি দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মোশাররফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। সেই নির্বাচনকে কলঙ্কের নির্বাচনে পরিণত করল। যখন তারা বুঝতে পারল, জনগণ ভোট দিতে পারলে তাদের জামানত থাকবে না, তখন তারা ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে করে ফেলেছে।’

জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আসার পর সরকার আরও বেশি ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় সরকার দেশ পরিচালনা করছে। সে কারণে যে মামলায় এক দিনের মধ্যে জামিন হওয়ার কথা, সে মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। জামিন যার ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে।’

সরকারের সরাসরি নির্দেশ সুপ্রিম কোর্ট খালেদা জিয়ার জামিন আদেশ নাকচ করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অন্যায় নেই। রাজনৈতিক কারণে তিনি আজ বন্দি।’

গণতন্ত্র আজ আওয়ামী লীগের বাক্সে বন্দি মন্তব্য করে তিনি বলেন, ‘শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও ভোট ডাকাতির মাধ্যমে, ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগকে জিততে হচ্ছে। কারণ জনগণ তাদের আর ভোট দিতে চায় না, ক্ষমতায় দেখতে চায় না।’

‘তাই এ দেশের গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করতে চাই, তাহলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের প্রয়োজন দ্রুত আন্দোলন। আন্দোলনের মাধ্যমেই আমরা গণন্ত্র এবং খালেদা জিয়াকে মুক্ত করব’- বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা এ জেড এম জাহিদ হােসেন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।

কেএইচ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।