ভোটারদের ধন্যবাদ, তাবিথকে নিয়ে কাজ করব : আতিকুল
মেয়র হিসেবে নির্বাচিত করতে ভোট দেয়ার জন্য ঢাকা উত্তরের সকল নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা উত্তরের সকল নাগরিককে যারা আজ আমাকে ভোট দিয়েছেন।
ভোটের সর্বশেষ ফলাফল পর্যালোচনা করে জয়ের বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দেন নাই তাদেরও ধন্যবাদ জানাই। আমি মনে করি, অপরিকল্পিত এ শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছেন, রায় দিয়েছেন নৌকাকে।
তিনি বলেন, এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমার স্লোগান হচ্ছে সবাই মিলে সবার ঢাকা। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, ডেফিনিটলি সকল কাজ কিন্তু করা সম্ভব। আমি অনুরোধ করব, আমার প্রতিপক্ষ যিনি ছিলেন… তাবিথ আউয়াল, আমাদের মধ্যে চাচা-ভাতিজার সম্পর্ক। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে পূর্ণ ফলের পর অবশ্যই এখানে একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণ হবে। তারপর আমি সিটি করপোরেশনে বসব। বসার পরেই আমি প্রথমে তাকে (তাবিথ) আমন্ত্রণ জানাব। আরও ভালো কিছু আছে, অবশ্যই আমি ওয়েল কাম করি ভালো কিছুকে।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। সে সময় তিনি বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা ভোট দেননি, তাদেরকেও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়ালকেও ধন্যবাদ জানাতে চাই।’
‘আমি তাবিথ আউয়ালকে বলতে চাই, ঢাকা শহর সাজানোর জন্য আপনি যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইশতেহারে, আসুন আমার ইশতেহারের সঙ্গে আপনারটা মিলিয়ে আমি-আপনি-আমরা সবাই মিলে একটি সুস্থ-সুন্দর-সচল-গতিময় ঢাকা গড়তে কাজ করি। এখন পর্যন্ত আমি জনগণের ভোটে এগিয়ে আছি। যে ভালোবাসা নিয়ে জনগণ ভোটের মাধ্যেমে এগিয়ে রেখেছে, নির্বাচিত হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। আস্থা রাখুন, সুস্থ-সুন্দর-সচল-গতিময় ও আধুনিক ঢাকা উপহার দেয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
এইউএ/এফএইচ/এমএআর/এমএসএইচ