তরিকুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার : নজরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে বিনা চিকিৎসায় ক্ষমতাসীনরা মেরে ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম তার কিডনি ও হার্টের চিকিৎসা করাচ্ছেন। তার কিডনি ও হার্টে সমস্যা ধরা পড়েছে। ফলে প্রথমবার কিডনি ও দ্বিতীয়বার হার্টের অপারেশন করাতে হবে। আর এ জন্য তিনি ৫ অক্টোবর বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছিলেন পাসপোর্ট করার জন্য। কিন্তু তাকে কোন পাসপোর্ট দেওয়া হয়নি। মূলত তরিকুল ইসলাম যাতে বিনা চিকিৎসার মৃত্যুবরণ করেন এজন্য তাকে পাসপোর্ট দেওয়া হয়নি।
তিনি বলেন, যশোরে তরিকুল ইসলামসহ বিএনপির কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলার এজহারে বলা হয়েছে, তরিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা প্রশাসনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতার পরিকল্পনা করেছে।
বিএনপির এ নেতা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। গল্পের মাধ্যমের সরকার তাদের বিরুদ্ধে এ মামলা করেছে। এর বাইরে অন্য কিছু নয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দলের পুনর্গঠনের কাজ শুরু করছে ঠিক তখনই সরকার বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা কারাগারে বন্দি অবস্থায় আছে। তাদের ব্যতিত দলের পুনর্গঠন সম্ভব নয়। আর বিএনপি যাতে দলকে সুসংগঠিত করতে না পারে এজন্য এখনও নেতাদের গ্রফতার করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেলের ছোট ভাই রাশেদুল নবী বিল্পবসহ বিএনপির আরেক নেতাকে গ্রেফতারের তিন পরও জনসম্মুখে হাজির না করা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম বলেন, বিল্পবকে গ্রেফতার করা হয়েছে কি না সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু বলছে না। এতে আমরা আশঙ্কা প্রকাশ করছি, তাদেরকেও অপহরণ ও গুম করা হতে পারে।
তিনি অবিলম্বে তাদেরকে জনসম্মুখে হাজির করে মুক্তির দাবি জানান। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান নজরুল ইসলাম খান।
দুই বিদেশি নাগরিককে হত্যার প্রসঙ্গ টেনে বিএনপি এ নেতা বলেন, বিদেশি নাগরিকদের হত্যার বিষয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই বিল্পবকে গ্রেফতার করা হয়েছে।
বিদেশি নাগরিকদের হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রতিক্রিয়ায় তিনি বলেন, কোন তদন্ত ছাড়াই প্রধানমন্ত্রী যেভাবে বিএনপিকে দায়ী করেছেন এতে মনে হয় দেশে কোন গোয়েন্দা সংস্থা ও বিচারবিভাগের প্রয়োজন হবে না। তবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হক।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম/এআরএস/এমএস