ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান আতিকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০

ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেয়ার পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে সকাল ৮টার দিকে সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম ও নেতাকর্মীসহ ভোটকেন্দ্রে উপস্থিত হন আতিকুল।

তিনি ভোট দিতে আসার আগে এই কেন্দ্র থেকে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন তার এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন।

ওই ওয়ার্ডে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফসার উদ্দিন খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, 'আমি এসে কোনো সমস্যা দেখিনি। তবে, আমি আসার সঙ্গে সঙ্গেই বিষয়টি আমাকে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।'

এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানান এ মেয়রপ্রার্থী।

আতিক বলেন, 'আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। আমাদের উচিত এভাবেই সবার প্রতি আচরণ করা। আমি মোস্তাফিজুর রহমানকে বলেছি যে, তার অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলব।'

এদিকে, ভোটের ফলাফল যা-ই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন আতিকুল ইসলাম।

জেপি/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।