তাবিথ ভোট দেবেন মানারাতে, ইশরাক শহীদ শাহজাহান স্কুলে
রাজধানীর গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার সকাল ৮টায় গুলশানের মানারাত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তাবিথ।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির আরেক মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন দেবেন মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ইশরাকের মিডিয়া উইং সদস্য সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
আগামীকাল দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডিএনসিসিতে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন, ভোটকেন্দ্র ১৩১৮টি, ওয়ার্ড ৫৪টি। ডিএসসিসিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন, ভোটকেন্দ্র ১১৫০টি, ওয়ার্ড ৭৫টি।
কেএইচ/জেএইচ/পিআর