পেশাজীবীদের সহায়তায় পিএম-এস্পায়ার


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৬ অক্টোবর ২০১৫

পিএম-এস্পায়ার একটি ঢাকাভিত্তিক প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কিত সেবা প্রদানকারী সংস্থা। ঢাকা থেকে এর কার্যক্রম শুরু হলেও এখন বিশ্বব্যাপী পেশাজীবীদের সহায়তা করে আসছে সংস্থাটি। পিএম-এস্পায়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস (পিএমপি) প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন্স অর্জনে সহায়তা করছে।

সংস্থাটি একটি পিএমপি এক্সাম সিম্যুলেটর/সফটওয়্যার তৈরি করেছে যেটা ক্লাউড সার্ভারে হোস্ট করা আছে। যা ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকে পেশাজীবীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করছে। পিএম-এস্পায়ার বর্তমানে ৪৫টি দেশের পেশাজীবীদের সেবা দিচ্ছে এবং আগামী জুন ২০১৬ এর মধ্যে ৭০টি দেশে তাদের কার্যক্রম পৌঁছানোর জন্যে কাজ করে যাচ্ছে।
pmp

বিশ্বব্যাপী প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পিএমপি হচ্ছে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন বিশ্বের ১ নম্বর ম্যানেজমেন্ট সার্টিফিকেশন। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ইউএসএ, পিএমপি সার্টিফিকেশন প্রদানের একমাত্র আন্তর্জাতিক সংস্থা। পিএমপি সার্টিফিকেটধারী পেশাজীবীরা অধিকাংশ শিল্পের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা নিশ্চিত করে থাকে।

বিশ্বব্যাপী সার্টিফাইড প্রজেক্ট প্রফেশনালদের বিশাল চাহিদা রয়েছে। আগামী ৫ বছরে বিশ্বব্যাপী আনুমানিক ১ কোটি ৫৬ লক্ষ নতুন প্রকল্প ব্যবস্থাপনা চাকরি সৃষ্টি হবে। পিএম-এস্পায়ার এক্সাম সিম্যুলেটরের মাধ্যমে এই শূন্যস্থানটি পূরণ করার চেষ্টা করছে।   

পিএমপি এক্সাম সিম্যুলেটর (www.pmaspire.com) যেটা পিএমপি সার্টিফিকেশন অর্জনে আগ্রহীদের জন্য সর্বপ্রথম ক্লাউডে সিম্যুলেশন এক্সাম (অনুকরণীয় পরীক্ষা) দেয়ার ব্যবস্থা করেছে। যার ফলে পেশাজীবীরা ৫০ শতাংশ কম সময় ও খরচে প্রায় ১০ হাজার ডলার বাঁচিয়ে এই আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করতে পারবেন।

পিএমপি এক্সাম সিম্যুলেটরের চারটি প্যাকেজ রয়েছে– ফ্রি, সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং পরীক্ষক/প্রশিক্ষকদের জন্য, যার ফি $০.০০ থেকে $১৯৯.০০ এর মধ্যে হবে। পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যবহারকারীরা পেপাল, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিয়ে সার্ভিস গ্রহণ করতে পারবেন। পিএম-এস্পায়ারের পেমেন্ট গেটওয়ে আন্তর্জাতিক লেনদেন গ্রহণ করে এবং এই লেনদেন পিসিআই কমপ্লাইন্ট।

সিম্যুলেটরের মধ্যে উল্লেখযোগ্য মডিউলগুলো হচ্ছে- সিম্যুলেটেড এক্সাম বা অনুকরণীয় পরীক্ষা, প্রতিটি অধ্যায়ের প্রশ্ন ও উত্তর প্র্যাকটিস, মডেল এক্সাম জেনারেটর, ফ্ল্যাশ কার্ড, অভিধান, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, অডিও টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল, এক্সপেরিয়েন্স ক্যালকুলেটর টুল, এক্সাম এনালিটিক্স ইত্যাদি।

পিএম-এস্পায়ার ডটকমের পরিচিতি:
পিএম-এস্পায়ার ডটকম প্রকল্প ব্যবস্থাপনা সিম্যুলেশন, প্রশিক্ষণ এবং পরামর্শ সেবাকেন্দ্রীক একটি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি। তারা প্রযুক্তিভিত্তিক একটি এন্টারপ্রাইজ এক্সাম সিম্যুলেটর/সফটওয়্যার তৈরি করেছে। পিএমপি এক্সাম সিম্যুলেটর পিএম-এস্পায়ার প্রথম আন্তর্জাতিক সফটওয়্যার। ২০১৬ তে আন্তর্জাতিক বাজারে উদ্বোধনের লক্ষ্যে পিএম এস্পায়ার দল পিজিএমপি, পিএফএমপি ও সিসা সার্টিফিকেশনের জন্য সিম্যুলেটর/সফটওয়্যার পণ্য তৈরির কাজ করছে।

পিএমপি সার্টিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে:
প্রতিষ্ঠানের www.pmaspire.com ওয়েবসাইটটি দেখুন। যোগাযোগের জন্য ই-মেইল করুন [email protected] এ ঠিকানায়। জরুরি প্রয়োজনে ফোন করতে পারেন 01618280080 নম্বরে।
pmp-2

সিম্যুলেটেড এক্সাম বা অনুকরণীয় পরীক্ষা:
pmp-3

এক্সাম সিম্যুলেটরটির উদ্ভাবক, পিএম-এস্পায়ারের প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল্লাহ আল মামুন পিএমপি বলেন, ‘প্রকল্প ব্যবস্থাপক আকাঙ্ক্ষীদেরকে প্রশিক্ষিত ও দক্ষ করে তাদের ক্যারিয়ার আন্তর্জাতিক মানে উন্নীত করা। একটি বাংলাদেশি কোম্পানি হিসেবে ১৯০টি দেশে আমাদের সেবা পৌঁছে দেয়া এবং বিশ্বব্যাপী প্রকল্প ব্যবস্থাপকদেরকে সহায়তা করাই আমাদের লক্ষ্য।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।