সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অনুমতি পেলেন তাবিথ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের ২৩ দিন পর ও প্রচার শেষ হওয়ার ৫ দিন আগে এই অনুমতি দিল ইসি।

গত ২৬ জানুয়ারি উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এই অনুমতি দেন।

অনুমতিপত্রে বলা হয়, ‘নির্বাচনী আইন/বিধিমালা ও আচরণ বিধিমালার বিধান এবং প্রচলিত অন্যান্য আইন প্রতিপালনকপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা করার অনুমতি প্রদান করা হলো। উল্লেখ্য যে, একই সাথে প্রচারণার ব্যয় মোট নির্বাচনী ব্যয়ে অন্তর্ভুক্ত করতে হবে এবং নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করা যাবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অনুমতি চেয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কাছে গত ৩ জানুয়ারি আবেদন করেন তাবিথ আউয়াল।

আবেদনে তাবিথ আউয়াল লেখেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটারদের ইচ্ছাকে যথাযথ সম্মান জানিয়ে নির্বাচনী প্রচারণায় বর্তমান সময়ের উপযোগী এসএমএস, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ফেসবুক, ভাইভার, আইভিআর ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সদিচ্ছা পোষণ করছি। এই বিষয়াদির আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের অনুমতি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট হবে। ভোটের ৩২ ঘণ্টা আগে অর্থাৎ ৩০ জানুয়ারি রাতে প্রচার শেষ হবে।

পিডি/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।