আধুনিক সচল ঢাকা গড়তে নৌকার বিকল্প নেই : আতিকুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২২ জানুয়ারি ২০২০

সুন্দর, আধুনিক, সচল ও গতিময় ঢাকা গড়তে নৌকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) রাতে মহাখালী বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মহাখালী বাস টার্মিনালে এ সভার আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, 'বাস, ট্রাকের ব্যাক গিয়ার আছে কিন্তু নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটাই সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ার মানেই শুধু উন্নয়নের গিয়ার। তাই আধুনিক, সুন্দর, সচল, গতিময় ঢাকা গড়তে আপনারা আগামী ১ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই।'

বাস মালিক-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, 'আসুন আমরা এই শহরটাকে, দেশটাকে ভালোবাসি। এই শহরটাকে আমাদের সবাইকে মিলে সুন্দর, সচল, আধুনিক এবং গতিময় করতে হবে। আপনারা ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর শহর গড়ার কাজ করব।'

মতবিনিময় সভায় পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ, সাদিকুর রহমান হিরন সহ মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।