আলমডাঙায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৫ অক্টোবর ২০১৫

চুয়াডাঙা-আলমডাঙা সড়কের বন্ডবিল রেলগেটের অদূরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি গাড়িতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগদ টাকা, মোবাইলফোন, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয় ডাকাত দল।

চুয়াডাঙা থেকে রাজশাহীগামী অ্যাম্বুলেন্সের যাত্রী আবু বকর সিদ্দিক জানান, রোববার রাতে সদর উপজেলার বড় বলদিয়া গ্রামের এক প্রসূতিকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে বন্ডবিল রেলগেটের অদূরে রাস্তার উপর গাছ পড়ে থাকতে দেখে অ্যাম্বুলেন্সের গতিরোধ করার সঙ্গে সঙ্গে ৪/৫ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। তারা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে কমপক্ষে ১৫ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন ও রোগীসহ দু’জন নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এদিকে, ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করার পর পরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে জানা যায়, গাছের বিপরীত পাশেও একটি পিকআপ ভ্যান ও একটি আলমসাধুর যাত্রীরাও ডাকাতির শিকার হয়েছেন। এ সকল গাড়ি থেকেও নগদ টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাত দল।

এ বিষয়ে আলমডাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান ডাকাতির ঘটনা প্রথমে অস্বীকার করলেও পরে ডাকাতদের ধরতে অভিযার শুরু করা হয়েছে বলে জানান। তিনি জানান, দ্রুত ডাকাতদের আটক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

অ্যাম্বুলেন্সের চালক সিরাজুল ইসলাম মনি জানান, আমরা ঘটনাস্থল ত্যাগ করে কুষ্টিয়া পৌঁছে যাত্রা বিরতির সময় অপর একটি অ্যাম্বুলেন্স একই পথে কুষ্টিয়া পৌঁছায়। ওই অ্যাম্বুলেন্সের চালক বন্ডবিলের ঘটনাস্থলে হাফ প্যান্ট ও লাল রঙের গেঞ্জি পড়া এক ডাকাতকে আটক করা হয়েছে বলে জানায়।

এ বিষয়ে ওসি শেখ আতিয়ার রহমান জানান, সোমবার সকাল পর্যন্ত আলমডাঙায় থানা পুলিশ কোনো ডাকাতকে আটক করতে পারেনি।

সালাউদ্দিন কাজল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।