ঘরে বসেই পাবেন ইউএস-বাংলা এয়ার টিকিট


প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

এখন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট ঘরে বসেই ক্রয় করতে পারবেন গ্রাহকরা। অভ্যন্তরীণ রুটে দেশে প্রথমবারের মতো ফ্রি এয়ার টিকিট হোম ডেলিভারি সার্ভিস চালু করলো এয়ারলাইন্সটি। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইউএস-বাংলা থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের আরো আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে আমাদের এই নতুন প্রয়াস। এই হোম ডেলিভারি সার্ভিস ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। যাত্রীরা নিজস্ব এরিয়া অনুযায়ী অথবা যেকোনো নম্বরে ফোন দিলেই আমাদের কর্মকর্তা তার বাসা বা অফিসে গিয়ে দিয়ে আসবেন এয়ার টিকিট।

সার্ভিসটি পেতে গ্রাহকদের এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হচ্ছে- ঢাকা-০১৭৭৭-৭৭৭৮৬৩ (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, তেজগাঁও, মিরপুর), ০১৭৩০-৭১৩৮৪১ (উত্তরা, এয়ারপোর্ট, টঙ্গি, বসুন্ধরা, নিকুঞ্জ, ডিওএইচএস বারিধারা), ০১৭৩০-৭১৫৮৫৪ (ধানমন্ডি, কলাবাগান, মতিঝিল, কাওরান বাজার, মোহাম্মদপুর, আজিমপুর), চট্টগ্রাম- ০১৭৭৭-৭০৭৬২৮, কক্সবাজার- ০১৭৭৭-৭৭৭৮৪১, সিলেট- ০১৭৭৭-৭৭৭৮৬২, রাজশাহী- ০১৭৭৭-৭০৭৫২৯, বরিশাল- ০১৭৭৭-৭০৭৫৩০।

আরএম/জেডএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।