রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন ৮ অক্টোবর


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

রাঙামাটি জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে তিনটি পদে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৮ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিবার্ষিক সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।

জেলা নির্বাচন পরিচালনা কমিটি জানায়, দলের জেলা কমিটির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তাদের মধ্যে রয়েছেন, সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও সাধরণ সম্পাদক ঠিকাদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম-সম্পাদক ও রাঙামাটি পৌরসভা মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, দীপন তালুকদার ও অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, আবদুল সবুর, আবদুল শুক্কুর, আহম্মদ ফজলুল রশীদ ও মো. সেলিম উদ্দিন বাহারি।

জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নাছির উদ্দিন জাগো নিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ও প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা কমিটির তিনটি শীর্ষ পদে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাছাইয়ে সবার প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে জেলা সম্মেলনকে সামনে রেখে রোববার বিকাল চারটায় পৌরসভা চত্বর থেকে দলীয় কার্যালয় পর্যন্ত একটি র্যালি প্রদক্ষিণ করে। `দালালমূক্ত বিএনপি চাই` স্লোগানে বের করা র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বে ছিলেন রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগপন্থী নেতা, লেজুর, দালাল ও টেন্ডারবাজ নেতাদের নির্বাচনের মাধ্যমে বয়কটের আহ্বান জানান। এছাড়া ওইসব টেন্ডারবাজ, দালাল, লেজুর ও দল নিয়ে যারা ছিনিমিনি খেলেন তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি উদ্বাত্ত আহ্বান জানান তারা।

সুশীল প্রসাদ চাকমা/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।