বিদেশি নাগরিকের হত্যায় ইসলামী ঐক্যজোটের উদ্বেগ
ইতালি ও জাপানের দুই নাগরিকের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট।রোববার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্ভেগের সঙ্গে লক্ষ্য করছি , এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধ হয়েছে, কালিহাতিতে ছেলের সামনে মাকে বিবস্ত্র করে শ্লীলতাহানির মত জঘন্য ঘটনায় প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে, এগারো মাসের শিশু পুত্রকে ১৯ ঘণ্টা আটকে রাখা এবং শিশু সন্তান মায়ের পেটে থাকাবস্থায় গুলিবিদ্ধ হওয়াসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
সামাজিক এই দুরাবস্থাকে কোনোভাবেই রাজনীতির বাইরে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেয়া যাবে না। সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থার উপস্থিতি, মানুষের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্র ব্যবস্থায় ইনসাফ, মানবিক মর্যাদা, সাম্যের নীতি বাস্তবায়ন, বিচারহীনতার সংস্কৃতি ও দায়মুক্তির প্রথা রহিত হলে এবং রাষ্ট্র সবার হলে, নিশ্চয়ই অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় নয়। তাই ন্যায্য প্রতিবাদের সুযোগ দিতে হবে। সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে তাদের দায়িত্ব পালনে যত্নবান এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের হাতে সোর্পদ করতে হবে।
এএম/এএইচ/আরআইপি