তাবিথের প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মারামারির পর পুলিশ পাঁচজনকে আটক করে।
রোববার দুপুরে মিরপুর চিড়িয়াখানা এলাকায় প্রচারণার সময় ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত ফেরদৌস আহমেদ মিষ্টি ও বিদ্রোহী প্রার্থী দেওয়ান সোলাইমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নির্বাচনে প্রচারণায় থাকা দারুস সালাম থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারণাকালে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহমেদ মিষ্টির সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী দেওয়ান সোলাইমানের সমর্থকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক প্রচারকর্মীর মাথায় আঘাত লেগে ফেটে যায়। তবে তিনি কোন পক্ষের সমর্থক তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে তাবিথ আউয়াল জানান, পুলিশ তার পাঁচ কর্মীকে আটক করেছে।
কেএইচ/বিএ/জেআইএম