হোসনে আরার পরিবর্তে রাশেদাকে বিএনপির সমর্থন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১০ জানুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সমর্থন পরিবর্তন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন-২ এর ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন হোসনে আরা চৌধুরী। বৃহস্পতিবার হোসনে আরা চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করে ওই আসনে মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে রাশেদা বেগমকে সমর্থন দিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন-২ এর ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে রাশেদা বেগমকে মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি।

কেএইচ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।