ইসির ওপর পূর্ণ আস্থা রয়েছে : জাপা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এর আগে তার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেন।

দুই সিটির মধ্যে কেবল ঢাকা দক্ষিণে জাপা সমর্থিত মেয়র পদপ্রার্থী (হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন) রয়েছেন। তার প্রার্থিতা প্রত্যাহারের গুঞ্জন উঠলেও আওয়ামী লীগের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় তিনি নির্বাচন করবেন।

এ বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমি এইমাত্র খবর পেলাম নির্বাচনে আমরা থাকব। আমরা চেষ্টা করে যাব শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে নির্বাচনটা কীভাবে করা যায়।’

তিনি বলেন, ‘একে অন্যের সঙ্গে কথা বলব না, এটা তো হতে পারে না। সে সরকারি দল হোক বা আরেকটি রাজনৈতিক দল হোক বা বহু দল হোক। সবার সঙ্গে সবার আলোচনা হবে। সেই আলোচনা করেই আমরা এখানে আছি এবং নির্বাচনে থাকব।’

নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে সরকারের প্রতি কতটুকু আস্থা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করছি যে, আর নহে গো/ভালোবাস মোর গান। এই দেশ আমাদের। প্রধানমন্ত্রী জানেন যে, মুক্তিযুদ্ধে আমরা কত রক্ত দিয়েছি। সেই দেশে সরকারের ওপর যাতে কোনো দোষ (ব্লেইম) না আসে। সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে, অনেক দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা যাতে না ঘটে তার সবকিছুতে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে সাহায্য করতে এসেছি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে যে, নির্বাচন সুষ্ঠু হবে।’

ইসির কাছে কী প্রত্যাশা করেছেন জানতে চাইলে হাওলাদার বলেন, ‘অতীতের নির্বাচনে কিছু ঘটনা (কেন্দ্রে দখল) ঘটেছে, এই নির্বাচনে যাতে সেগুলো না ঘটে সেই পদক্ষেপ নেয়ার জন্য এখানে এসেছিলাম।’

ইভিএমের ওপর আস্থা রাখেন বলেও জানান তিনি। রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ইভিএম প্রয়োগের মাধ্যমেই সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে। হার-জিতের পরে যাতে কথা কিছু কম আসে, এটাই আশা করি।’

এইচ এম এরশাদ বেঁচে থাকার সময় নির্বাচনে থাকা না-থাকা নিয়ে নাটকীয়তা ছিল, তার মৃত্যুর পর দলের প্রেসিডেন্ট হওয়া নিয়ে নাটকীয়তা, এখন নির্বাচনে থাকবে কি না, এটা নিয়ে নাটকীয়তা-জাতীয় পার্টি মানেই কি নাটকীয়তা?

জবাবে হাওলাদার বলেন, ‘কিছু কথা তো আপনাদেরও বলতে হবে, নাহলে আপনি কীভাবে লেখবেন? আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করি।’

পিডি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।