সিটি নির্বাচনে ‘মিরাকল’ দেখার আশায় দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

জনগণ রাস্তায় নামলে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে ‘মিরাকল’ ঘটতে পারে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে এই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল যদি ঐক্যবদ্ধ হয় এবং সরকারের ব্যর্থতা ও তাদের গণতন্ত্রবিরোধী পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরে যদি জনগণকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়, তাহলে একটি ‘মিরাকল’ (বিস্ময়কর ঘটনা) ঘটতে পারে।

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএসসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের সঙ্গে কৃষকদলের এক মতবিনিময় সভায় দুদু এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনের অংশ হিসেবে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ, যদি আমরা শুধু এই কথাই বলতে থাকি তাহলে নতুন কিছু ঘটবে না। নির্বাচনে বিজয় সম্ভব তখনই হবে, যখন আমরা গণতন্ত্রের দিক-নির্দেশনা সামনে হাজির করতে পারব। আর সেটি হচ্ছে রাস্তায় নেমে আসা। নিজে নেমে আসা এবং জনগণকে নামানো। আমরা যদি এটা করতে পারি, তাহলে ৩০ জানুয়ারি ভোটকেন্দ্রগুলো হবে ধানের শীষের উৎসব কেন্দ্র।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাদেক হোসেন খোকার ছেলে এবং ডিএসসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, আলিম হোসেন, অধ্যাপক সেলিম হোসেন, মিয়া মো. আনোয়ার, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, খলিলুর রহমান ইব্রাহিম, এম জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, হারুন শিকদার প্রমুখ।

কেএইচ/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।