সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলীর ইন্তেকাল


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে মঞ্জুর আহমদ মনসুর জানান, তিনি শনিবার ভোর সাড়ে ৪টায় রাজধানীতে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি সাবেক পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এম.এন.এ) এবং ১৯৭৯ সালে ও ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় সংসদের একজন সদস্য নির্বাচিত হন।

মরহুমের প্রবাসী সন্তানেরা দেশে ফিরলে আগামী সোমবার বাদ জোহর তার নামাজ-ই-জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুমের পরিবাবর্গ তার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।