তেহরানে পৌঁছেছে ১০৪ হাজির লাশ


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৩ অক্টোবর ২০১৫

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে ইরানের ১০৪ জনের লাশ তেহরানে পৌঁছেছে। শনিবার সকালে ইরানি হাজিদের লাশ বহনকারী প্রথম বিমানটি দেশটিতে পৌঁছায়।  ইরান দাবি করছে, তাদের অন্তত চার শ` ৬৪ জন নাগরিক ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত হয়েছে। খবর বিবিসির।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭৬৯ জন হাজি নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। তবে এ দুর্ঘটনায় নিহতদের সংখ্যা এক হাজারের বেশি বলে দাবি করেছে ইরান। দুর্ঘটনায় ৩৪টি দেশের নাগরিক নিহত হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনার জন্য ইরান সৌদি কর্তৃপক্ষের হজ আয়োজনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। দেশটি বলছে, সৌদি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনি সৌদি সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই দুর্যোগের সময়ে আমাদের ভাষা ছিল ভাতৃত্বের ও সম্মানের। প্রয়োজন অনুযায়ী আমরা কূটনৈতিক ভাষা ব্যবহার করেছি। এরপর প্রয়োজনে ইরান শক্তির ভাষাও ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।