কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের নিচে সড়কে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে সেখানে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন হয়েছে। এজন্য তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামলের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া সরকারবিরোধী স্লোগানও দেন তারা। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি যে কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে তাতে বেশকিছু নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়নি।

ছাত্রদলের পদবঞ্চিত অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।